শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের কিছু প্রয়োগ
১. ডাউন পদ্ধতিতে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে Na ধাতু নিষ্কাশন
২. Hg ক্যাথোড সেলে NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে NaOH, H2 ও Cl2 উৎপাদন
৩. NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ক্লোরেট (I) NaClO উৎপাদন
৪. গলিত CaCl2 ও MgCl2 গলিত এর তড়িৎ বিশ্লেষণে যথাক্রমে Ca ধাতু ও Mg ধাতু নিষ্কাশন
৫. অ্যালুমিনা (Al2O3) এর তড়িৎ বিশ্লেষণে Al ধাতু নিষ্কাশন
৬. অ্যালুমিনিয়ামের অ্যানোডিক জারণ ও অ্যালুমিনিয়াম ধাতুকে রঙিনকরণ
৭. অপরিশোধিত তামাকে অ্যানোড হিসেবে ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তামার বিশুদ্ধকরণ
৮. তড়িৎলেপন বিশেষ করে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ প্রয়োগ
দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন বস্তু :
তড়িৎ বিশ্লেষ্য | ক্যাথোডে উৎপন্ন বস্তু | অ্যানোডে উৎপন্ন বস্তু |
গলিত NaCl | Na(M) | Cl2(g) |
NaCl এর জলীয় দ্রবণ | H2(g) | Cl2(g) |
CuSO4 এর জলীয় দ্রবণ | Cu(M) | O2(g) |
H2SO4 এর জলীয় দ্রবণ | H2(g) | O2(g) |
CuSO4 দ্রবণ | Cu(M) | Cu(II)আয়ন |
গলিত PbCl2 | Pb(M) | Cl2(g) |
KNO3 এর জলীয় দ্রবণ | H2(g) | O2(g) |
NaOH এর জলীয় দ্রবণ | H2(g) | O2(g) |
