পর্যায় সারণির 118 টি মৌলের কাজ।

সেপ্টেম্বর ১৪, ২০২২

পর্যায় সারণির 118 টি মৌলের কাজ।




1.হাইড্রোজেন (H) 


রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয় ।




2.হিলিয়াম (He)


গ্যাস বেলুনে ব্যবহার হয় ।




3.লিথিয়াম ( Li)


ব্যাটারি তৈরিতে ব্যবহার হয় ।




4.বেরিলিয়াম (Be)


মহাকাশযান তৈরিতে ব্যবহার হয় ।




5.বোরন (B) 


খেলার সামগ্রী তৈরিতে ব্যবহার হয় ।




6.কার্বন (C)


হীরা তৈরিতে ব্যবহার হয় ।




7.নাইট্রোজেন ( N )


সার তৈরিতে ব্যবহার হয় ।




8.অক্সিজেন (O)


নিঃশ্বাসের সময় আমরা ব্যবহার করি ।




9.ফ্লোরিন (F)


পেস্ট তৈরিতে ব্যবহার হয় ।




10.নিয়ন (Ne)


বিজ্ঞাপনী লাইটে ব্যবহার হয় ।




11.সোডিয়াম (Na)


লবণে পাওয়া যায় ।




12.ম্যাগনেশিয়াম (Mg)


মশাল তৈরিতে ব্যবহার হয় ।




13.অ্যালুমিনিয়াম (Al)


বিমান তৈরিতে ব্যবহার হয় ।




14.সিলিকন (Si)


কাঁচের গ্লাস তৈরিতে ব্যবহার হয় ।




15.ফসফরাস (P)


ম্যাচ তৈরিতে ব্যবহার হয় ।




16.সালফার (S)


কামানের গোলা তৈরিতে ব্যবহার হয় ।




17.ক্লোরিন (Cl)


সুইমিং পুলে ব্যবহার হয় ।




18.আর্গন (Ar)


গ্যাস ঝালাই'র কাজে ব্যবহার হয় ।




19.পটাশিয়াম (K)


সার তৈরিতে ব্যবহার হয় ।




20.ক্যালসিয়াম (Ca)


ওষুধ তৈরিতে ব্যবহার হয় ।




21.স্ক্যানডিয়াম (Sc)


সাইকেল তৈরিতে ব্যবহার হয় ।




22.টাইটেনিয়াম(Ti)


যুদ্ধ বিমান তৈরিতে ব্যবহার হয় ।




23.ভ্যানাডিয়াম (V)


স্প্রিং তৈরিতে ব্যবহার হয় ।




24.ক্রোমিয়াম (Cr)


গাড়ি তৈরিতে ব্যবহার হয় ।




25.ম্যাঙ্গানিজ (Mn)


শক্তিশালী যন্ত্র তৈরিতে ব্যবহার হয় ।




26.আয়রন (Fe)


ব্রিজ তৈরিতে ব্যবহার হয় ।




27.কোবাল্ট (Co)


চুম্বক তৈরিতে ব্যবহার হয় ।




28.নিকেল (Ni)


কয়েন তৈরিতে ব্যবহার হয় ।




29.কপার (Cu)


বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার হয় ।




30.জিংক (Zn)


পিতলের তৈরি জিনিসে ব্যবহার হয় ।




31.গ্যালিয়াম (Ga)


কম্পিউটার তৈরিতে ব্যবহার হয় ।




32.জার্মিনিয়াম (Ge)


ক্যামেরার লেন্স তৈরিতে ব্যবহার হয় ।




33.আর্সেনিক (As)


LED লাইট তৈরিতে ব্যবহার হয় ।




34.সেলেনিয়াম (Se)


ফটোকপি মেশিনে ব্যবহার হয় ।




35.ব্রোমিন (Br)


ফ্লিম তৈরিতে ব্যবহার হয় ।




36.ক্রিপ্টন (Kr)


ফ্লাস লাইট তৈরিতে ব্যবহার হয় ।




37.রুবিডিয়াম (Rb)


সৌর বিদ্যুৎ যন্ত্রে ব্যবহার হয় ।




38.স্ট্রনটিয়াম (Sr)


আতসবাজি তৈরিতে ব্যবহার হয় ।




39.ইত্রিয়াম ( Y )


লেজার কাটিং যন্ত্রে ব্যবহার হয় ।




40.জিরকোনিয়াম (Zr)


অপারেশনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয় ।




41.নায়োবিয়াম (Nb)


দ্রুত গতি সম্পন্ন ম্যাগ লেভ ট্রেন তৈরিতে ব্যবহার হয় ।




42.মলিবডেনাম (Mo)


কাটিং টুলস তৈরিতে ব্যবহার হয় ।




43.টেকনিশিয়াম (Tc)


সিটি স্ক্যান যন্ত্র তৈরিতে ব্যবহার হয় ।




44.রুথিনিয়াম (Ru)


বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহার হয় ।




45.রোডিয়াম (Rh)


সার্চ লাইট তৈরিতে ব্যবহার হয় ।




46.প্যালাডিয়াম (Pd)


ধোঁয়া দূষণ রোধে ব্যবহার হয় ।




47.সিলভার (Ag)


অলঙ্কার তৈরিতে ব্যবহার হয় ।




48.ক্যাডমিয়াম (Cd)


রঙ তৈরিতে ব্যবহার হয় ।




49.ইন্ডিয়াম (In)


LCD মনিটর তৈরিতে ব্যবহার হয় ।




50.টিন (Sn)


কৌটা তৈরিতে ব্যবহার হয় ।




51.অ্যান্টিমনি (Sb)


চোখের কাজল তৈরিতে ব্যবহার হয় ।




52.টেলুরিয়াম (Te)


টায়ার তৈরিতে ব্যবহার হয় ।




53.আয়োডিন (I)


লবণে ব্যবহার করা হয় ।




54.জেনন (Xe)


লাইট হাউজে ব্যবহার হয় ।




55.সিজিয়াম (Cs)


পারমাণবিক ঘড়ি তৈরিতে ব্যবহার হয় ।




56.বেরিয়াম (Ba)


এক্স রে তৈরিতে ব্যবহার হয় ।




57.ল্যন্হানাম (La)


টেলিস্কোপ তৈরিতে ব্যবহার হয় ।




58.সিরিয়াম (Ce)


লাইটার তৈরিতে ব্যবহার হয় ।




59.প্রেজিওডিমিয়াম (Pr)


তেজস্ক্রিয়তা রোধক চশমা তৈরিতে ব্যবহার হয় ।




60.নিওডিমিয়াম (Nd)


ইলেকট্রিক গাড়ি তৈরিতে ব্যবহার হয় ।




61.প্রোমিথিয়াম (Pm)


ডায়াল তৈরিতে ব্যবহার হয় ।




62.সামারিয়াম (Sm)


প্লেনের ইলেকট্রিক মটরে ব্যবহার হয় ।




63.ইউরোপিয়াম (Eu)


রঙিন টেলিভিশন তৈরিতে ব্যবহার হয় ।




64.গ্যাডোলিনিয়াম (Gd)


MRI যন্ত্রে ব্যবহার হয় ।




65.টারবিয়াম (Tb)


টিউব লাইট তৈরিতে ব্যবহার হয় ।




66.ডিসপ্রোজিয়াম (Dy)


উপাদানের সূক্ষ্মতা পরিমাপে ব্যবহার হয় ।




67.হলমিয়াম (Ho)


লেজার তৈরিতে ব্যবহার হয় ।




68.এরবিয়াম (Er)


অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহার হয় ।




69.থিউলিয়াম (Tm)


চোখের লেজার সার্জারিতে ব্যবহার হয় ।




70.ইতের্বিয়াম (Yb)


লেজার ফাইবার তৈরিতে ব্যবহার হয় ।




71.লিউটেশিয়াম (Lu)


ফটো ডাইনোমিক মেডিসিনে ব্যবহার হয় ।




72.হাফনিয়াম (Hf)


সাবমেরিন তৈরিতে ব্যবহার হয় ।




73.ট্যানটালাম (Ta)


মোবাইল ফোন তৈরিতে ব্যবহার হয় ।




74.টাংস্টেন (W)


বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরিতে ব্যবহার হয় ।




75.রোনিয়াম (Re)


রকেট ইঞ্জিনে ব্যবহার হয় ।




76.ওসমিয়াম (Os)


কলম তৈরিতে ব্যবহার হয় ।




77.ইরিডিয়াম (Ir)


স্পার্ক প্লাগ তৈরিতে ব্যবহার হয় ।




78.প্লাটিনাম (Pt)


গবেষণা কাজের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয় ।




79.গোল্ড (Au)


অলঙ্কার তৈরিতে ব্যবহার হয় ।




80.মার্কারি (Hg)


উচ্চ তাপমাত্রা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয়




81.থ্যালিয়াম (Ti)


শীতলতা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয় ।




82.লেড (Pb)


বন্দুকের গুলি তৈরিতে ব্যবহার হয় ।




83.বিসমাথ(Bi)


আগুন নেভানোর যন্ত্রে ব্যবহার হয় ।




84.পেলোনিয়াম (Po)


এন্টি-স্ট্যাটিক ব্রাশ তৈরিতে ব্যবহার হয় ।




85.অ্যাসটেটিন (At)


তেজস্ক্রিয় ওষুধ তৈরিতে ব্যবহার হয় ।




86.রেডন (Rn)


টিউমার , ক্যান্সার নিরাময়ের কাজে ব্যবহার হয় ।




87.ফ্রান্সিয়াম (Fr)


পারমাণবিক গবেষণার কাজে ব্যবহার হয় ।




88.রেডিয়াম (Ra)


ঘড়ি, যানবাহনের নির্দেশকে ব্যবহার হয় ।




89.অ্যাক্টিনিয়াম (Ac)


রেডিও ইমিউনোথেরাপিতে ব্যবহার হয় ।




90.থোরিয়াম (Th)


গ্যাস বাতি তৈরিতে ব্যবহার হয় ।




91. প্রোট্যাকটিনিয়াম (Pa)


উচ্চ তেজস্ক্রিয়তার কারনে গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না ।




 92.ইউরেনিয়াম (U)


পারমাণবিক চুল্লির প্রধান উপাদান ।




93.নেপচুনিয়াম (Np)


মহাকাশযানের জেনারেটরে , নিউট্রন নির্দেশক হিসেবে ব্যবহার হয় ।




94.প্লুটোনিয়াম (Pu)


পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার হয় ।




95.আমেরিসিয়াম (Am)


ধোঁয়া নির্ণয় যন্ত্রে ব্যবহার হয় ।




96.কিউরিয়াম (Cm)

খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয় 

97.বার্কেলিয়াম (Bk)

তেমন কোনো কাজে ব্যবহার হয় না ।

98.ক্যালিফোর্নিয়াম (Cf)

খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয় ।

99.আইনস্টাইনিয়াম (Es) থেকে 103.লরেনসিয়াম (Lr)

এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না, অতিমাত্রায় বিষাক্ত পদার্থ, শুধুমাত্র আণবিক গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না ।


104.রাদারফোর্ডিয়াম (Rf) থেকে 118.ওগানেসন (Og)

এগুলো বৈজ্ঞানিক গবেষণার বাইরে কোনো কাজে ব্যবহার হয় না ।


ধন্যবাদ সবাইকে