সাধারন জ্ঞান : বিশ্বের প্রথম মহিলা

ফেব্রুয়ারী ২৬, ২০২২

বিশ্বের প্রথম মহিলা

✬প্রশ্নঃ বিশ্বের প্রথম নোবেল বিজয়ী মহিলা কে ছিলেন ?
উত্তরঃ মাদাম কুরী (পদার্থ বিজ্ঞানে ১৯০৩ সালে- পোলান্ড)

✬ প্রশ্নঃ সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম মহিলা কে ছিলেন ?
উত্তরঃ সেলমা লেগারলফ- ১৯০৯ সালে।

✬ প্রশ্নঃ প্রথম শান্তিতে নোবেল বিজয়ী মহিলা কে ছিলেন?
উত্তরঃ বাথাভন সুটনার- ১৯০৫ সালে।

✬ প্রশ্নঃ ফুটবল বিশ্বের প্রথম মহিলা রেফারী কে ছিলেন ?
উত্তরঃ পাবলো বাজোলী।

✬ প্রশ্নঃ বিশ্বের প্রথম লাইসেন্স প্রাপ্ত মহিলা কে ছিলেন?
উত্তরঃ পাইলট হ্যারিয়েট কইম্বি- ১৯১১ সালে।

✬ প্রশ্নঃ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা অধ্যাপক কে ছিলেন?
উত্তরঃ ডরোথী গ্যারোড- ১৯৩৯ সালে।

✬ প্রশ্নঃ যুক্তরাজ্যের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ ক্যাথ্রিন এ্যাথল- ১৯২৩ সালে।

✬ প্রশ্নঃ যুক্তরাজ্যের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রীর কে ছিলেন ?
উত্তরঃ ম্যাকলিন অল ব্রাইট।

✬ প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা প্রধান মন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ শ্রীমাবো বন্দরনায়েক- ১৯৬০ সাল- শ্রীলঙ্কা।

✬ প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন?
উত্তরঃ আলেজান্দ্রা কোলেনটাই- ১৯৪৩ সাল।

✬ প্রশ্নঃ জাতিসংঘের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তরঃ বিজয় লক্ষী পন্ডিত- ১৯৫৩ সাল।

✬ প্রশ্নঃ জাপানের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ মাকিকো তানাকা।

✬ প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা বিমান পাইলট কে ছিলেন?
উওর : এ্যালান শেপার্ড( যুক্তরাষ্ট্র) ।

✬ প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা মহাশূন্য যাত্রী কে ছিলেন?
উত্তরঃ বেলেন্তিনা তেরেসকোভা- ১৯৬৩ সাল।

✬প্রশ্নঃ ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ মেডেলিন অলব্রাইট।

✬ প্রশ্নঃ বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ বেনজীর ভট্টো (পাকিস্তান)।

✬প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন ?
উত্তরঃ কল্পনা চাওলা।

✬ প্রশ্নঃ ক্যারিবিয়ান দেশ গুলোর প্রথম মহিলা প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ ইউজেনিয়া চার্লস- ১৯৮০ সাল।

✬ প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ বেগম খালেদা জিয়া- ১৯৯১ সাল।

✬ প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ ইসাবেলা পেরেন- ১৯৭০-৭৭, আর্জেন্টিনা।