কুলম্বের সূত্র (Coulomb’s Law)
জানুয়ারী ০২, ২০২১
কুলম্বের সূত্র (Coulomb’s Law)
প্রথম সূত্র:
একই ধরণের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে।
দ্বিতীয় সূত্র:
দুইটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দুইটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
দুটি বিন্দু চার্জের পরিমাণ যথাক্রমে Q1 ও Q2, এদের মধ্যকার দূরত্ব d হলে,
বল F α Q1Q2/d2
বা, F = k F α Q1Q2/d2 এখানে, K = 9X109 [ধ্রুবক]
একটি মন্তব্য পোস্ট করুন