মৌলের প্রতীক (Symbol of Elements)

ডিসেম্বর ২৯, ২০২০

 

মৌলের প্রতীক (Symbol of Elements)



রসায়নের প্রতিটি মৌলের পরমাণুকে একটি প্রতীকের (Symbol)এর সাহায্যে প্রকাশ করা হয়। মৌলের প্রতীককে ইংরেজি বর্ণমালার একটি বা দুটি বর্ণের মাধ্যমে প্রকাশ করা হয়। মৌলের ইংরেজি নামের প্রথম বরন বর্ণ (Capital Letter)

কাজঃপযায় সারণি থেকে বিভিন্ন পদ্ধতি ব্যাবহার করে মৌলের প্রতীকের তালিকা তৈরি করে শিক্ষককে দেখাও।

ইংরেজি নামের প্রথম বর্ণের (Capital Letter) সাথে দ্বিতীয় বা তৃতীয় বর্ণ বা অন্য কোনো বর্ণ (Small Letter) লিখে মৌলের পরমানুকে প্রকাশ করে।
দুটি বর্ণ দ্বারা মৌলের প্রতীক লেখা হলে মৌলের ইংরেজি নামের প্রথম বর্ণ এবং উচ্চারনের সময় পরবর্তী যে বর্ণটি বেশি উচ্চারিত হই তাকে পাশাপাশি ব্যাবহার করে প্রতীক লেখা হয়।কোন কোন মৌলের পরমাণুর প্রতীক তার ইংরেজি নাম থেকে না লিখে মৌলের ল্যাটিন নাম থেকে লেখা হয় ।

--প্রথম বর্ণের

প্রতীক--

--প্রথম ও দ্বিতীয়

বর্ণের প্রতীক--

--প্রথম ও তৃতীয়

বর্ণের প্রতীক--

--তিন বর্ণের

প্রতীক--

ইংরেজি নাম

প্রতীক

ইংরেজি নাম

প্রতীক

ইংরেজি নাম

প্রতীক

ইংরেজি নাম

প্রতীক

Hydrogen

H

Aluminium

Al

Chlorin

Cl

Ununseptium

Uus

Boron

B

Cobalt

Co

Zinc

Zn

Ununpentium

Unp

Carbon

C

Bromine

Br

Chromium

Cr

Ununoctium

Uno

Oxygen

O

Nickel

Ni

Manganese

Mn

 

 

ছকঃ মৌলের ইংরেজি নাম থেকে নেওয়া বিভিন্ন প্রতীক।

    

মৌলের ইংরেজি নাম

মৌলের ল্যাটিন নাম

মৌলের প্রতীক

Sodium

Natrium

Na

Copper

Cuprum

Cu

Potassium

Kalium

K

Lead

Plumbum

Pb

ছকঃমৌলের ল্যাটিন নাম থেকে নেওয়া কয়েকটি প্রতীক।