পর্যায় সারণীঃ পর্ব ১

ডিসেম্বর ২৮, ২০২০


একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীভুক্ত করে, আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে মৌলসমূহহের যে সারণী বর্তমানে প্রচলিত, তাকে মৌলের পর্যায় সারণী বলে।

 

বিজ্ঞানী মেন্ডেলিফ’কে পর্যায় সারণীর জনক বলে।

পর্যায় সূত্র আবিষ্কার করেন মেন্ডেলিফ।

নিউল্যান্ডের অষ্টক সূত্রঃ ১৮৬৪ সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ডস লক্ষ্য করেন, ‘মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে দেখা যায়, যে কোন মৌল থেকেই শুরু করে অষ্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি করে।’ সঙ্গীতের স্বরলিপির সাতটি স্তরের পুনরাবৃ্ত্তির (সা রে গা মা পা ধা নি সা) সঙ্গে মিল দেখে নিউল্যান্ডস এ সূত্রের নাম দেন অষ্টক সূত্র। 

ডোবেরিনায়ের ত্রয়ী সূত্রঃ ১৮২৯ সালে ডোবেরিনায়ের মৌলসমূহকে সাজানোর জন্য ত্রয়ী সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। এই সূত্র অনুসারে রাসায়নিক ধর্মে সাদৃশ্য পূর্ণ তিনটি করে মৌলকে সাজিয়ে নিলে দেখা যায় যে, উক্ত মৌল তিনটির পারমাণবিক ভর নিয়মানুসারে পরিবর্তিত হয় এবং এই তিনটি মৌলের মধ্যমটির পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় মানের প্রায় সমান অথবা সমান। যেমন-

মৌল

পারমাণবিক ভর

মৌল

পারমাণবিক ভর

মৌল

পারমাণবিক ভর

Ca

40

Li

7

Cl

35.5

Sr

87

Na

23

Br

80

Ba

137

K

39

I

127

Ca ও Ba এর পারমাণবিক ভরের গড় (40+137)/2 = 88.5

Li ও K এর পারমাণবিক ভরের গড় ((7+39)/2 = 23

Cl ও I এর পারমাণবিক ভরের গড় (35.5+127)/2 = 81.25