পর্যায় সারণীঃ পর্ব ২

ডিসেম্বর ২৮, ২০২০


  • পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মাত্র দুটি মৌল হাইড্রোজেন ও হিলিয়াম আছে।

  • পর্যায় সারণীতে ৭টি পর্যায় এবং ৯টি শ্রেণী আছে।

  • বিজ্ঞানী নিউল্যান্ডস ১৮৬৪ সালে নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রদান করেন।

  • GeOআপেক্ষিক গুরুত্ব 4.7 এবং GeCl4 এর স্ফুটনাংক 86°C

  • ধাতু হবার কারণে IA মৌলগুলো তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী।

  • IA মৌলসমূহ রৌপ্য বর্ণের ও উজ্জ্বল।

  • ইলেক্ট্রন বিন্যাস অনুযায়ী মৌলসমূহকে ৪টি প্রধান ভাগে ভাগ করা যায়-

১. s– ব্লক মৌল; উদাহরণ- H, He, Li

২. p– ব্লক মৌল; উদাহরণ- Al, Ar

৩. d– ব্লক মৌল; উদাহরণ-Sc, Zn, CD

৪. f– ব্লক মৌল; উদাহরণ- Ac, As

 

  • মৌলের ধর্মাবলী মৌলের পারমাণবিক সংখ্যানুসারে পর্যায়ক্রম আবর্তিত হয়।

  • মৌলের স্ফুনাংক পর্যায়ক্রম পরিবর্তিত হয়।

  • f-ব্লক মৌলসমূহকে আভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বলে।

  • মৌলের আয়নিকরণ বিভব একটি পর্যায়বৃত্তিক ধর্ম। 

পর্যায় সারণীর ত্রুটিঃ 

মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি :

১. পারমাণবিক ভর অনুসারে সজ্জিতকরণে ত্রুটি

২. মৌলের অবস্থানের সঙ্গে ধর্মের অসামঞ্জস্যতা

 

আধুনিক পর্যায় সারণীর ত্রুটিঃ 

১. হাইড্রোজেনের অবস্থান

২. অষ্টম শ্রেণীর অসামঞ্জস্যতা

৩. ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারির অবস্থান 

  • ল্যান্থানাইড বর্গকে বিরল মৃত্তিকা মৌল বলে।

    ক্ষারধাতুগুলির সর্ব বহিঃস্তরে ১টি মাত্র ইলেক্ট্রন থাকে।

  • IIA শ্রেণীর মৌলগুলিকে মৃৎক্ষার ধাতু বলে।

  • মৃৎক্ষার ধাতুর সর্ব বহিঃস্তরে ২টি ইলেক্ট্রন দ্বারা s  অরবিটাল পূর্ণ থাকে।

  • পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলির অবস্থান শূণ্য শ্রেণীতে।

  • Al এর গলনাংক Na অপেক্ষা বেশি।

  • ক্ষার ধাতুগুলি পর্যায় সারণীতে IA শ্রেণীতে অবস্থিত।

  • একই শ্রেণীর উপর হতে নিচের দিকে আয়নিকরণ শক্তি কমে যায়।

  • একই পর্যায়ের বাম হতে ডান দিকে ক্রমান্বয়ে আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায়।

  • হ্যালোজেনসমূহ পর্যায় সারণীর VIIA শ্রেণীতে অবস্থিত।