Home প্রাথমিক জ্ঞান রসায়ন চাপ্টার অনুযায়ী সংজ্ঞা (১-৩ চাপ্টার পর্যন্ত) ডিসেম্বর ২৮, ২০২০ চাপ্টার অনুযায়ী সংজ্ঞাঃপ্রথম অধ্যায় : রসায়নের ধারণা ১। ট্রিফয়েল কী?উত্তর : আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে ট্রিফয়েল বলে।২। মরিচা কী?উত্তর : বিশুদ্ধ লোহা, জলীয় বাষ্প ও বায়ুর অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লোহার যে অক্সাইড গঠন করে তাকে মরিচা বলে।৩। মরিচার সংকেত লেখো।উত্তর : মরিচার সংকেত হলো Fe2O3.nH2O।৪। কোয়ান্টাম ম্যাকানিকস কী?উত্তর : যে পুস্তকে গাণিতিক হিসাব-নিকাশের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা হয় তাই কোয়ান্টাম ম্যাকানিকস।৫। আন্তর্জাতিক রশ্মি চিহ্ন কী?উত্তর : যে রশ্মি চিহ্ন দ্বারা অতিরিক্ত ক্ষতিকর আলোক রশ্মিকে বোঝানো হয়, তাকে আন্তর্জাতিক রশ্মি চিহ্ন বলে।৬। বিপাক কী?উত্তর : যে প্রক্রিয়ায় খাদ্যদ্রব্যের পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় তাই বিপাক।৭। তন্তু কী?উত্তর : আঁশজাতীয় পদার্থ, যা থেকে সুতা তৈরি হয় তাকে তন্তু বলে।৮। জীবাশ্ম জ্বালানিগুলোর নাম লেখো।উত্তর : জীবাশ্ম জ্বালানিগুলো হলো—কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি।৯। লিমিটিং বিক্রিয়ক কী?উত্তর : রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে।দ্বিতীয় অধ্যায় : পদার্থের অবস্থা ১০। মোলারিটি কী?উত্তর : নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে।১১। ব্যাপন কাকে বলে?উত্তর : কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।১২। নিঃসরণ কাকে বলে?উত্তর : সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুগুলোর উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।১৩। গলনাঙ্ক কাকে বলে?উত্তর : যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে পদার্থের গলনাঙ্ক বলে।১৪। স্ফুটনাঙ্ক কাকে বলে?উত্তর : যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়, সেই তাপমাত্রাকে পদার্থের স্ফুটনাঙ্ক বলে।১৫। দহন কী?উত্তর : বায়ুর অক্সিজেনের সঙ্গে কোনো কিছুর বিক্রিয়াকে দহন বলে।১৬। ঊর্ধ্বপাতন কাকে বলে?উত্তর : যদি কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে পরিণত হয় এবং ঠাণ্ডা করলে সরাসরি কঠিনে রূপান্তরিত হয়, তবে পদার্থের সে অবস্থাকে ঊর্ধ্বপাতন বলে।১৭। ফরমালিন কী?উত্তর : মিথানলকে ৩০%-৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে।১৮। জিওলাইটস কী?উত্তর : ঋণাত্মক আধানবিশিষ্ট জটিল যৌগ অ্যালুমিনোসিলিকেটকে জিওলাইটস বলে।১৯। সিএনজির পূর্ণরূপ লেখো।উত্তর : C.N.G হলো Compressed Natural Gas বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস।তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন ২০। অরবিট/শক্তিস্তর কী?উত্তর : পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো আবর্তনের জন্য যে বৃত্তাকার কক্ষপথ রয়েছে সেগুলোকে অরবিট/শক্তিস্তর বলে।২১। আইসোটোপ কাকে বলে?উত্তর : যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান; কিন্তু ভর সংখ্যা ভিন্ন সেসব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে।২২। ভরসংখ্যা/ নিউক্লিয়ন সংখ্যা কী?উত্তর : মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা/ নিউক্লিয়ন সংখ্যা বলে।২৩। একটি প্রোটনের ভর কত?উত্তর : একটি প্রোটনের ভর 1.67 10-24g২৪। pH কী?উত্তর : কোনো দ্রবণে উপস্থিত H+ আয়নের ঘনমাত্রাকে ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের pH বলে।২৫। কার্বন পার্টিক্যাল কাকে বলে?উত্তর : কাঠ ও কয়লা পোড়ালে ক্ষতিকারক মুক্ত কার্বন, যা পাত্রের গায়ে জমলে কালির সৃষ্টি করে তাকে কার্বন কণা বা কার্বন পার্টিক্যাল বলে।২৬। যৌগমূলক কাকে বলে?উত্তর : একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণুগুচ্ছ, যা একটি আয়নের মতো আচরণ করে তাকে যৌগমূলক বলে।২৭। সালফিউরিক এসিডের সংকেত লেখো।উত্তর : সালফিউরিক এসিডের সংকেত H2SO4.
একটি মন্তব্য পোস্ট করুন