রসায়ন এর প্রকারভেদ

 

রসায়নঃ প্রকারভেদ




রসায়নকে পাঁচটি বিভাগে অধ্যয়ন করা হয় -

জৈব রসায়ন (Organic Chemistry)

অজৈব রসায়ন(Inorganic Chemistry)

ভৌত রসায়ন(Physical Chemistry)

বিশ্লেষণী রসায়ন(Analytical Chemistry)

প্রাণরসায়ন(Bio Chemistry)

পদার্থের প্রকারভেদ কিংবা গবেষণার সাদৃশ্য বিবেচনা করে রসায়নের বিভিন্ন শাখা প্রতিষ্ঠিত হয়েছে। রসায়নের প্রধান শাখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল-

জৈব রসায়ন – যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়,

 অজৈব রসায়ন – রসায়নের যে শাখায় অজৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়,

প্রাণরসায়ন- রসায়নের যে শাখায় জীবদেহের রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করা হয়,

ভৌত রসায়ন--এই শাখায় আণবিক পর্যায়ে শক্তির সাথে সম্পর্কযুক্ত রাসায়নিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়,

বিশ্লেষণী রসায়ন--এক্ষেত্রে পদার্থের বিশ্লেষণের মাধ্যমে তাদের গঠন, সংযুক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

সাম্প্রতিক কালে রসায়নের আরও অনেক নতুন শাখার উদ্ভব হয়েছে, যেমন-স্নায়ুরসায়ন, স্নায়ুতন্ত্রের রাসায়নিক গঠন নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। 

মাঝে মাঝে অনেকেই  রসায়নকে “কেন্দ্রীয় বিজ্ঞান” বলে থাকেন। এর কারণ রসায়ন বিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা অন্য তিনটি প্রাকৃতিক বিজ্ঞান যেমন – পদার্থবিজ্ঞান, ভূ-তত্ত্ব এবং জীববিজ্ঞানের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন