রসায়নঃ প্রকারভেদ
রসায়নকে পাঁচটি বিভাগে অধ্যয়ন করা হয় -
◆জৈব রসায়ন (Organic Chemistry)
◆অজৈব রসায়ন(Inorganic Chemistry)
◆ভৌত রসায়ন(Physical Chemistry)
◆বিশ্লেষণী রসায়ন(Analytical Chemistry)
◆প্রাণরসায়ন(Bio Chemistry)
পদার্থের প্রকারভেদ কিংবা গবেষণার সাদৃশ্য বিবেচনা করে রসায়নের বিভিন্ন শাখা প্রতিষ্ঠিত হয়েছে। রসায়নের প্রধান শাখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল-
জৈব রসায়ন – যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়,
অজৈব রসায়ন – রসায়নের যে শাখায় অজৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়,
প্রাণরসায়ন- রসায়নের যে শাখায় জীবদেহের রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা করা হয়,
ভৌত রসায়ন--এই শাখায় আণবিক পর্যায়ে শক্তির সাথে সম্পর্কযুক্ত রাসায়নিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়,
বিশ্লেষণী রসায়ন--এক্ষেত্রে পদার্থের বিশ্লেষণের মাধ্যমে তাদের গঠন, সংযুক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
সাম্প্রতিক কালে রসায়নের আরও অনেক নতুন শাখার উদ্ভব হয়েছে, যেমন-স্নায়ুরসায়ন, স্নায়ুতন্ত্রের রাসায়নিক গঠন নিয়ে এই শাখায় আলোচনা করা হয়।
মাঝে মাঝে অনেকেই রসায়নকে “কেন্দ্রীয় বিজ্ঞান” বলে থাকেন। এর কারণ রসায়ন বিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা অন্য তিনটি প্রাকৃতিক বিজ্ঞান যেমন – পদার্থবিজ্ঞান, ভূ-তত্ত্ব এবং জীববিজ্ঞানের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারে।
Tags:
রসায়ন
