জীব বিজ্ঞানের শাখা

ডিসেম্বর ২৮, ২০২০

জীব বিজ্ঞানের শাখা

জীব বিজ্ঞান
 বিজ্ঞানের যে শাখায় জীবের গঠনজৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে সম্যক বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায় তাকে জীব বিজ্ঞান বলে।

জীব বিজ্ঞানের শাখা
জীবের ধরন অনুসারে জীব বিজ্ঞানকে প্রধান ২টি শাখায় ভাগ করা হয়
1.     উদ্ভিদ বিজ্ঞান।
2.     প্রাণী বিজ্ঞান।
জীবের কোন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে তার উপর ভিত্তি করে জীব বিজ্ঞানকে আবার ভৌত জীব বিজ্ঞান ও ফলিত জীব বিজ্ঞান এই দুই শাখায় ভাগ করা হয়,

ভৌত জীব বিজ্ঞান
 ভৌত জীব বিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়,এর বিভিন্ন অংশ-
1.     অঙ্গসংস্থান (Morphology)
2.     শ্রেণী বিন্যাস (Taxonomy)
3.     শারীরবিদ্যা (Physiology)
4.     হিস্টোলজি (Histology)
5.     ভ্রুন বিদ্যা (Embryology)
6.     কোষ বিদ্যা (Cytology)
7.     বংশগতি বিদ্যা (Genetics)
8.     বিবর্তন বিদ্যা (Evolution)
9.     বাস্তু বিদ্যা (Ecology)
10. এন্ডোক্রাইনোলজি (Endocrinology)
11.  জীব ভূগোল (Biogeography)

ফলিত জীব বিজ্ঞান
জীবন-সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় এ শাখার অন্তর্ভুক্ত,নিচে কিছু উল্লেখ করা হলো-
1.     প্রত্নতত্ত্ববিদ্যা
2.     জীব পরিসংখ্যান
3.     পরজীবী বিদ্যা
4.     মৎস্য বিজ্ঞান
5.     কিটতত্ত্ব
6.     অণুজীব বিজ্ঞান
7.     কৃষি বিজ্ঞান
8.     চিকিৎসা বিজ্ঞান
9.     জিন প্রযুক্তি
10.  প্রাণরসায়ন
11.  পরিবেশ বিজ্ঞান
12. ফার্মেসি
13.  মৃত্তিকা বিজ্ঞান
14.সমুদ্র বিজ্ঞান
15.   বন বিজ্ঞান
16.  জীব প্রযুক্তিই
17.  বন্যপ্রাণী বিদ্যা
18.   বায়োইনফরমেটিক্স,